প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২১, ১২:৫০ অপরাহ্ণ
চতুর্থ ধাপে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ১২টি ইউনিয়নে নৌকা জয়ী
চতুর্থ ধাপে উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ও কোটালীপাড়া উপজেলার ৭টি সহ মোট ১২টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। ১২টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে সব কয়টি ইউনিয়নেই নৌকা জয়ী হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগে থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা নির্বাচন অফিস তৎপর ছিলো।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নে মো.বেলায়েত হোসেন সরদার, বর্নি ইউনিয়নে মোসাঃ মিলিয়া আমিনুল, গোপালপুর ইউনিয়নে লাল বাহাদুর বিশ্বাস, পাটগাতী ইউনিয়নে আলহাজ্ব শেখ শুকুর আহমেদ, ডুমুরিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আলী আহম্মেদ শেখ বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে পিঞ্জুরী ইউনিয়নে আমিনুজ্জামান খান মিলন, শুয়াগ্রাম ইউনিয়নে যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, বান্ধাবাড়ী ইউনিয়নে মিজানুর রহমান মানিক, সাদুল্লাপুর ইউনিয়নে সমর চাঁদ মৃধা খোকন, রাধাগঞ্জ ইউনিয়নে ভীম চন্দ্র বাগচী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এর আগে আমতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাফেজা বেগম ও কান্দি ইউনিয়নে তুষার মধু বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত