চট্টগ্রামের দূর্গম পাহাড়ে ১০ হাজার লিটার চোলাই মদ জব্দসহ অবৈধ বিশাল মদ তৈরির কারখানা ধ্বংস করেছে র‌্যাব-০৭

গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৭ এর আভিধানিক একটি দল জানতে পারে যে,চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার গভীর পাহাড়ী জঙ্গল এলাকায় বিশাল চোলাইমদ তৈরীর কারখানায় চোলাইমদ উৎপাদন চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের পাদদেশে হুনাছড়া নামক জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বিদ্যুৎ খন্দকার (২৬), পিতা-মোঃ কামাল মোস্তফা, সাং-তপাদিয়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী, বর্তমানে-পূর্ব হাসনাবাদ, (সেনাজি বনায়ন), ভাটিয়ারী ইউ.পি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ২। কামাল (৫০), পিতা- অজ্ঞাত, সাং- ভাটিয়ারী তেলিপাড়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম এবং ৩। মামুন (২৪) পিতা- অজ্ঞাত, ঠিকানা- অজ্ঞাত পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ১০,০০০ লিটার চোলাই মদ ও ৪০,০০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীরা দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে মদ তৈরির উপকরন সংগ্রহ করতঃ দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে পরবর্তীতে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য প্রায় ৩ (তিন) কোটি টাকা। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সুএে জানানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *