‘‘ঘোষগাতী ডা: হেমায়েত উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ ই ডিসেম্বর ৫০ বছর পূর্তি মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগীতা অনুষ্ঠিত‘‘

বাগেরহাটের মোল্লাহাটের মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে মোল্লাহাটের‘‘ঘোষগাতী ডা: হেমায়েত উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ ই ডিসেম্বর ৫০ বছর পূর্তি মহান বিজয় দিবসে সকাল ৮ টা থেকে পবিত্র কুরআনুল কারীম হতে তেলাওয়াত করেন উক্ত বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী লাবনী আক্তার এবং উক্ত প্রতিযোগীতায় কবিতা, বক্তিতা, গজল, বিজয়ের গান, রচনা চিত্রাঙ্কন এর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, পরিচালনা করেন শামীম আহমেদ সহকারি শিক্ষক অত্র বিদ্যালয়, উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন, মোল্লা আনিসুর রহমান, আশিকুর রহমান, ওমর ফারুক (সহকারি শিক্ষক), দৈনিক শতবর্ষ পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ প্রমূখ। বিচারকদের রায় অনুযায়ী কবিতায় প্রথম স্থান অর্জন করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আয়রিন, দ্বিতীয় স্থান অর্জন করে সুমাইয়া।

উপস্থিত বক্তিতায় প্রথম স্থান অর্জন করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী লাবনী আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করে সুমাইয়া। গজল প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র শুভ দ্বিতীয় স্থান অর্জন করে দশম শ্রেনীর ছাত্রী লাবনী আক্তার। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে অত্রবিদ্যালয়ের ছাত্রী আছিয়া। রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সুমাইয়া, দ্বিতীয় স্থান অর্জন করে ফাহমিদা খানম টুকটুকি। এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, সহকারি শিক্ষক শামিম সরকার প্রমূখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *