পুরাতন বছরের সব গ্লানি মুছে দিতে হাঁটি হাঁটি পায়ে আমাদের মাঝে নিজেকে স্বমহিময় আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২০২২।
বিদায়ী ২০২১ আমাদের কেড়ে নিয়েছে অনেক কিছু,শিখিয়েছে কিছু হৃদয়স্পর্শী দৃশ্য কিছু নিষ্ঠুর বাস্তবতা মেনে নিতে।
করোনার ভয়াল থাবা, সর্বোচ্চ পরিসরের লকডাউন, জনদূর্ভোগ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,মহামারি করোনা আমাদের দেখিয়েছে সামনে নিজ স্বজনদের লাশ।
পিতার কাঁধে সন্তানের লাশ এরকম হাজারো হৃদয়বিদারক দৃশ্য উপহার দিয়েছে বিদায়ী ২০২১।
এই ২০২১ এ আমরা হারিয়েছি কতশত বরেন্য ব্যক্তিদের, হারিয়েছি কতশত শিল্পী,কলাকৌশলীদের।
ক্রিকেট বিশ্বকাপের মতো বিশ্বআসরে বাংলাদেশ টিমের ভরাডুবি,প্রাপ্তির খাতায় আছে কেবলমাত্র বাংলার ফুটবল বাঘিনিদের অর্জন।
শত গ্লানি মুছে দিতে, নতুনের আগমনি বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হতে চলেছে ২০২২।
হয়ত আমরা প্রবেশ করতে যাচ্ছি নতুন এক সময়ে।
নতুন এই বছর সবার জীবনে বয়ে আনুন অনাবিল সুখ শান্তি,মুছে যাক শত গ্লানি,বিলুপ্ত যাক করোনার ভয়াল এই ভাবা।
তারই ধারাবাহিকতায় দেশের সকল শিল্পী- কুশলী,গণমাধ্যমযোদ্ধা সর্বস্তরের জনগনসহ প্রত্যেককে দৈনিক শতবর্ষ পরিবারের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।