টুঙ্গিপাড়ায় পাটগাতি বাজারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোড়ন এলপিজি বা সিলিন্ডারের গ্যাস আমাদের অনেকের বাড়িতেই ব্যবহৃত হয় রান্নার কাজে। প্রতিদিনের জীবনে অনেকের জন্যই এটি দরকারি। কিন্তু অসাবধানতার কারণে মাঝেমধ্যে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণহানিও। তেমনই একটি ঘটনা ঘটলো আজ ২২ জুলাই রাত আনুমানিক ৯.২০ মিনিটের সময় টুঙ্গিপাড়ার পাটগাতির মাসুদ এন্টারপ্রাইজ এর পিছনে অবস্থিত মহাদেবের বাড়িতে। পরে আগুন ছড়িয়ে পড়ে । স্থানীয় সকলকেই এগিয়ে আসে। সংবাদ পেয়ে ঘটনা স্থলে হাজির হয় টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের টিম। স্থানীয় দের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।