প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২১, ৬:১৪ অপরাহ্ণ
গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে কারাদণ্ড।
ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। এর আগে মঙ্গলবার ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৪ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মো. শামসুল হকের ছেলে মো. সোহাগ (৩২) ১০ মাস কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মো. শওকত ফকির (৬০) ৩ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা ও পৌর শহরের সতীষা মহল্লার মৃত হাসেমের ছেলে রবিকুল ইসলাম (৩২) ৩ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত