প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ১:৫৩ পূর্বাহ্ণ
গৌরনদী উপজেলায় ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত
বাংলাদেশ ব্রাহ্মন সংসদ কর্তৃক গৌরনদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এর নবগঠিত ৪১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির নব-নির্বাচিত সভাপতি হলেন শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তমাল চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদীকা শ্রী পপি রানী চক্রবর্তী সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
গতকাল ৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার গৌরনদী উপজেলাধীন বার্থী এলাকার বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির প্রাঙ্গনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পুরোহিত কল্যান সমিতির সন্মানিত সভাপতি শ্রী বাবু লাল চ্যাটাজী।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রী শ্যামল কৃষ্ণ চক্রবর্তী বিভাগীয় সমন্বয়ক ও আহবায়ক বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুরান চন্দ্র চক্রবর্তী , প্রধান বক্তা ছিলেন শ্রী সঞ্জীব সিংহ বর্মন (বি.এ.এম.বার) সদস্য সচিব বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, বিশেষ অতিথি ছিলেন কমান্ডার এয়ারপোর্ট থানা, মানবাধিকার সভাপতি এয়ারপোর্ট থানা বিএমপি , উপদেষ্টা বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলার বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, বিশেষ অতিথি ছিলেন শ্রী শেখর চক্রবর্তী যুগ্ন-আহবায়ক, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, মালা রানী সিংহ বর্মন, সদস্য বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, মিঠুন কুমার চ্যাটার্জী, সদস্য বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, শ্রীমতি কনিকা ব্যানার্জী, সদস্য বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, শ্রীমতি খুকু রানী চক্রবর্তী, সদস্য বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক,স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দগন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত