গোলাপগঞ্জে ৭ এপিবিএন অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ০১ জন আটক

 সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ০৭ নং লক্ষণাবন্দ ইউ.পি এলাকা থেকে কালো রংয়ের চোরাই YAMAHA R15 ও একটি মোবাইল সহ মোঃ জামিল উদ্দিন (২৪)’কে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,সিলেট। ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায়,সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে গতকাল শুক্রবার (০১ ডিসেম্বর) ০৪:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানাধীন ০৭ নং লক্ষণাবন্দ সাকিনস্থ ক্লাব টানিং পয়েন্টে অভিযান পরিচালনা করে মোঃ জামিল উদ্দিন (২৪), পিতা-মুন্সি বুরহান উদ্দিন,মাতা- হাজেরা বেগম, সাং-পূর্ব ফুল সাইন্দ,থানা- গোলাপগঞ্জ,জেলা- সিলেটকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত কালো রংয়ের চোরাই YAMAHA R15 মোটর সাইকেল- ০১ (এক) টি এবং VIVO Y17S মোবাইল ফোন ০১ (এক) টি। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামিল উদ্দিন দীর্ঘদিন থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের সাথে জড়িত বলে জানিয়েছে। এ ঘটনার বিষয়ে বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় এজাহার দায়ের করেন এস আই (নিঃ) আবুল বাশার।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *