গোবিন্দগন্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ দু”জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগন্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ দু”জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (রবিবার) ২২ নভেম্বর বিকাল অনুঃ ৩.১০ ঘটিকার সময় বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই ইন্তাজুল ও আনোয়ার দ্বয় অভিযান চালিয়ে ঘোড়াঘাট থানার মামলা নং- ২৭,জিআর নং ১৯৮/১০, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ (তিন) বৎসরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহফুজ(৩০) পিতা মোজাফফর হোসেন সাং কামদিয়া (মহিষমুড়ি) ও সিআর মামলা নং ১০২২/১৮ এর গ্রেফতারী পরোয়ানা মুলে পলাতক আসামি দেলোয়ার (৩৫) পিতা ফেলু শেখ সাং এনায়েতপুর উভয় থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা দ্বয় কে কামদিয়া বাজার এলাকা হতে গ্রেফতার করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উপরোক্ত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *