গোবিন্দগঞ্জ ভায়া গাইবান্ধা জেলার একমাত্র বাইপাস রাস্তার বেহালদশা

 গাইবান্ধা জেলা শহরের সাথে গোবিন্দগঞ্জ উপজেলা বাসীর যোগাযোগের গুরুত্বপূর্ন ও সহজতম যাতায়াতের সড়কের নাম গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়ক। এই সড়কে অতিরিক্ত লোড বোঝাই ড্রাম ট্রাক, ট্রাক্টর, দিনে- রাতে চলাচল করায় সড়কের ১২ কিলোমিটার সড়কের মধ্যে ৫কিলোমিটার অংশে ভাঙাচোরা, কাদা, পানি আর গর্তে সড়কে চলাচলকারী জনসাধারনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ওইসব গর্তে যানবাহন পড়ে উল্টে গিয়ে দুর্ঘটনার শ্বিকারও হচ্ছে। রিকশা, ভ্যান, সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা অপরদিকে সড়ক ও জনপথ বিভাগের অধিনে গত কয়েকমাস ধরে এই রাস্তার সংস্কার কাজ শুরু হলেও অতিরিক্ত লোডবাহি যানবাহন অনাবরত চলাচল করায় একদিকে যেমন সংস্কার কাজ চলছে। অপরদিকে আবার সংস্কার কাজ শেষ না হতেই সেই রাস্তার উপর দিয়ে লোড বোঝাই গাড়ী চলাচল করায় বেড ডেবে গিয়ে গর্ত ও খানা খন্দে পরিনিত হচ্ছে। এতে যথা সময়ে সংস্কার কাজ শেষ হচ্ছে না। দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী এলাকাবাসীর।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *