গোবিন্দগঞ্জ পৌরসভায় ৩ ক্ষুদে ফুটবলারকে গুনীজন সংবর্ধনা


গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে ব্রাজিল ও বিকেএসপিতে সুযোগ পাওয়া ৩ ক্ষুদে ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ১৩ এপ্রিল (বুধবার) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়রের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, প্যানেল মেয়র-১, শাহিন আকন্দ, প্যানল মেয়র-২, রিমন কুমার তালুকদার, কাউন্সিলর মাজেদুল ইসলাম, মহিলা কাউন্সিলর মোছা, সুইটি বেগম, গোবিন্দগঞ্জ সরকারি বিদ্যালয়ের শরীরর্চ্চা শিক্ষক রেজাউল করিমসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।
মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, আমরা গর্বিত যে, আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে উঠে আসা হতদরিদ্র পরিবারের সন্তান পাভেল বাবু (১৭), ব্রাজিলে ফুটবল খেলায় সরকারি ভাবে সুযোগ পেয়েছে। এ ছাড়া পৌরসভার বর্ধণকুঠি মহল্লার জিহাদ সরকার (১৪), ও দরবস্ত ইউনিয়নে সাপগাছি কালিকাপুর হাতিয়াদহ গ্রামের মিলন (১৪) বিকেএসপিতে সুযোগ পাওয়ায় তাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি। ব্রাজিলে খেলার সুযোগ পাওয়া ক্ষুদে ফুটবলার পাভেল বাবু বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি ফিরে এসে লাল সবুজের পতাকা গায়ে দিয়ে ফুটবল অঙ্গনে দেশের সুনাম যেন, বয়ে আনতে পারি।