গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গত ০৩ নভেম্বর ২০২০ খ্রিঃ দিবাগত রাত অনুঃ ০১.৩৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আমিনুল, এএসআই মাসুদ, আসাদুজ্জামান ও মুশফিকদের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট- গোবিন্দগন্জ আঞ্চলিক মহা সড়কের গোবিন্দগঞ্জ পৌরসভারস্হ বাঁধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস আটক পূর্বক তল্লাশি করে বাসযাত্রী আসামি ১/ আরমান সনু(৩৭) পিতা মৃত হাদিস আলি সাং গোলাহার কবরস্হান গেইট ও আসামি ২/ মুরাদ(৩৬) পিতা মৃত আকতার হোসেন সাং রসুলপুর উভয়ের থানা সৈয়দপুর জেলা নীলফামারী দ্বয়ের এর লাগেজে লুকিয়ে রাখা ১৮০ বোতল ফেনসিডিল সহ আসামিদ্বয় কে আটক করে। উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য অনুঃ ১ লাখ ২৫ হাজার টাকা।আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।