প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ৮:৩৫ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০০ গ্রাম গাঁজা সহ আটক- ১
আজ ১২ ই অক্টোবর ২০২০ খ্রীঃ সকাল ১০.৪০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মিজানূরের নেতৃত্বে একটি টিম গোবিন্দগন্জ পৌরসভাধীন গোলাপ বাগ কেন্দ্রীয় মন্দিরের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসামি ১। আমতাজ আলী(৬৯) পিতা মৃত আব্বাস আলী সাং তরফ কামাল থানা গোবিন্দগন্জ জেলা গাইবান্ধাকে ২'শ গ্রাম গাঁজা সহ আটক করে।ৎ
উদ্ধার কৃর্ত গাঁজার মূল্য অনুঃ ২ হাজার টাকা। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। অাসামির বিরুদ্ধে পৃর্বের আরো ৪ টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।উল্লেখ্য যে, আসামি আমতাজ, তার বৌ,ছেলে ও ছেলের বৌ সবাই গাঁজা ব্যবসায়ীর সাথে জড়িত।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত