গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মাছ বাজার সাবলিজ নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে ৩ জন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সাবলিজ গ্রহণে আগ্রহী মোঃ কায়েম সরকার। অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌর শহরের মাছ বাজার সাবলিজ নেওয়া জন্য বর্তমান ইজারদারের সাথে ৩৭০০০০০(সাঁইত্রিশ লক্ষ) টাকা চুক্তি হয় এবং অগ্রিম ১৫০০০০০(পনের লক্ষ) টাকা প্রদান করেন সাবলিজ গ্রহণে আগ্রহী ব্যক্তি মোঃ কায়েম সরকার।
কিন্তু ইজারদার অসৎ উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজনের কাছে মাছ বাজারের সাবলিজ হস্তান্তর করে। এ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা নিরসনে পৌর মেয়র ও কাউন্সিলরদের নিয়ে গত ১৪ই এপ্রিল রাত ৯:৩০ ঘটিকার সময় এলসিডিবি মার্কেটে বৈঠকে সিদ্ধান্ত হয় উভয়পক্ষ খাজনা আদায় করবে এবং সাবেক সংসদ সদস্য মহোদয় সমাধান করে দিবেন।
বৈঠক শেষে মাছ বাজারে আসলে প্রতিপক্ষের লোকজনের দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড, ছোরা, ছাকু, হাসুয়া, বার্মিজ চাকু নিয়ে অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে। অভিযোগ সূত্রে জানা যায়, জুয়েল মিয়া, শাহিন মিয়া, ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন, রায়হান, রাশেদ, আশরাফুল, মহাতাব, রেজা মিয়া, রতন মিয়া, যুব মিয়া, শরিফুল, বাবু মিয়াসহ ১৫/২০ জনের সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে মাছ বাজার দখল নেওয়ার পায়তারা করে।