গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে বসতবাড়ি উচ্ছেদের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগসূত্রে জানা যায় তাজপুর নির্বাসী মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলামের ক্রয়কৃত ০৫ শতক জমি (যার মৌজা তাজপুর, জে.এল নং ২৩২, খতিয়ান নং ২৯৯, দাগ নং সাবেক ৫২৮ ও বর্তমান ৬২) টিনসেড ঘরবাড়ি নির্মাণ করে স্বপরিবারে বসবাসে ভোগদখলে আছেন।
অভিযোগসূত্রে জানা যায় আসামী (১) মোঃ হারেজ উদ্দিন(৫০) (২) মোঃ হাশেম আলী(৫৩) ও (৩) মোঃ আমিনুল ইসলাম শাহিন(৪০) সহ অজ্ঞাতনামা ভাড়াটিয়া ১৫/১৬ জন সহ বসতবাড়ি ভাংচুর, মালামাল লুটপাট এবং বাঁধা প্রদানে মারপিট, খুন-জখমের হুমকি প্রদান করেন। এমনকি যেকোন সময় ঘরবাড়িতে ভাংচুর চালাবে বলে উল্লাস করে গত ১০ই ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে খাঁসি জবাই করে খান এবং দিবাগত রাত্রী আনুমানিক ২:৩০ ঘটিকার (১১/০২/২২) সময় ৩জন হিলমেট পরিহিত লোক অভিযোগকারীকে জাগিয়ে তুলে ঘরবাড়ি উচ্ছেদের হুমকি দেয়।
অভিযোগসূত্রে জানা যায় তফসিলকৃত উক্ত জমি নিয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জর্জ আদালতে আতাউল হক বনাম সাইদুর রহমান দিং মোকদ্দমা নং ১১৯/১৮ বিচারাধীন আছে। মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও আসামীগণ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে অভিযোগকারীকে বসতবাড়ি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।