প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২০, ১:৩৫ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগ
গত ১১ অক্টোবর ২০২০ তারিখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দক্ষিন মাস্তার বাসিন্দা মোঃ বকুল ফকিরের পুত্র মোঃ সোহেল রানার গোয়াল ঘর হতে গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩/৪ জনসহ আরও ৪ জন কে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন সোহেল রানা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২০ তারিখে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কে বা কাহারা তার গোয়াল ঘর হতে গরু চুরি করে পালিয়ে যায়। সোহেল রানা প্রতিদিনের মত ভোর বেলা ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গেলে তিনি দেখেন, গোয়াল ঘরের দরজা খোলা এবং তার গরুটি ঘরে নেই। পরে অনেক খোজাখুজির পর একই গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের বাড়ি হতে গরুটির সন্ধান মেলে। গরুর সন্ধান পাওয়ার পর সোহেল রানা প্রতিবেশী কয়েক জনকে সাথে নিয়ে আব্দুল খালেকের বাড়ী ঘেরাও করে এবং গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ স্থান ত্যাগ করার পর অভিযুক্ত আসামীরা তাদের হাতে থাকা লাঠি ও লোহার রড দ্বারা সোহেল রানার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। আহত হওয়ার পর সোহেল রানাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ৪ জন ও অজ্ঞাতনামা ৩/৪ জন কে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন মোঃ সোহেল রানা। অভিযুক্ত আসামিরা হলেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ ইব্রাহিম, মোঃ খালেক ও মোছাঃ শান্তনা বেগম। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসানের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সার্পেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত