গোবিন্দগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা দরে চাল বিতরণ শুরু


গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা দরে চাল বিতরণ শুরু হয়েছে । স্টাফ রিপোর্টার: গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা দরে চাল বিতরণ শুরু হচ্ছে। জানা গেছে, খাদ্য বান্ধাব কর্মসূচি আওতায় ডিলারদের মাধ্যমে সোমবার থেকে ১০ টাকা কেজি দরে হত দরিদ্রদের মাঝে চাল বিতরনের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা হতে বিকাল ৫টা পযর্ন্ত নিয়োগকৃত ডিলারের বিক্রয় কেন্দ্র খোলা থাকরে এবং একজন শুবিধা ভোগী মাসে ৩০ কেজি চাল পাবে। কার্ড ধারী ব্যাধিত কোন ক্রমে কাউকে চাল বিতরন করা যাবে না। হত দরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব চাল যাতে সঠিক ভাবে বিতরণ করা হয়। সে জন্য বিক্রয় কেন্দ্র ও ডিলার নিবির ভাবে তদারকি করার জন্য তদারক কর্মকতা নিয়োগ দেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যলয় সূত্রে জানা গেছে, অনিয়ম ও দূর্নীতি তদন্তের কারনে ইতি মধ্যেই ১৫ জন ডিলারের ডিলার সিপ বাতিল কারা হয়েছে। বাতিলকৃত ডিলাদের কয়েকজন এই প্রতিনিধিকে জানান, তাদের ডিলা সিপ বাতিল করা হয়েছে। কিন্তু তদারক কর্মকর্তার বিরোদ্ধে কোন ব্যবস্তা নেওয়া হয়নি। তারা নির্দোষ হলে আমরাও নির্দোষ।