"শ্রম-কর্ম পেশাজীবী জনতা, গড়ে তোলো একতা" শ্লোগানে মুখরিত জনগণের স্বেচ্ছায় অংশগ্রহণে আর ই পি জেড দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ ইক্ষু খামারে (বাগদা ফার্ম) ই পি জেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (আবেদনকারী) ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান সিরাজ এর আহ্বানে এলাকার শত শত সাধারণ জনগণ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে আর ই পি জেড দ্রুত বাস্তবায়নের জোড়ালো দাবী তোলেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাসেম মন্ডল। গত ১৪ই মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় বাগদা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন এস এম আসাদুজ্জামান এরশাদ, শ্রমিক নেতা আলী আজগর আরশ, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, হবিবর রহমান, সাংবাদিক তাজুল ইসলাম প্রধানসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা সাহেবগঞ্জ ইক্ষু খামারে (বাগদা ফার্ম) সরকার অনুমোদিত আর ই পি জেড এর বাস্তবমুখী কার্যক্রম শুরু করার দাবী তুলে এলাকায় ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন। এলাকায় কর্মসংস্থান ও বেকারমুক্ত উন্নয়নমুখী উপজেলা বাস্তবায়নের জন্য বক্তারা বলেন যারা না বুঝে ই পি জেডের বিরোধিতা করছেন তারা একবার এলাকার উন্নয়নের কথা ভাবুন, বেকারমুক্ত সমাজ ব্যবস্থার কথা ভেবে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। আমরা সবাই দ্রুত আর ই পি জেড বাস্তবায়নের অংশীদার হই।