গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় এর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায় যে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে কয়েকজন শ্রমিক নিয়ে মাহেন্দ্র গাড়িতে করে গোপালগঞ্জ আসছিলো।
এসময় নির্মান শ্রমিক অছিকুর সিকদার (৩৫) মাহিন্দ্র গাড়ি থেকে মাথা বাহির করলে দ্রুতগামী একটি বাস তার মাথায় আঘাত করে। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ এয়ার আলী মুন্সী শ্রমিক মোঃ অছিকুর সিকদার কে মৃত বলে ঘোষনা করেন। নিহতের মরদেহ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতোর রাখা হয়েছে। নিহত মোঃ অছিকুর সিকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা গ্রামের মঞ্জুর সিকদারের ছেলে।