গোপালগঞ্জ সদর এর এক ছাত্রের সাপের কামড়ে মৃত্যু
গোপালগঞ্জে সাপের কামড়ে সাইফুল ইসলাম(১৬) নামে ১০ম শ্রেনীর এব স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর হাইস্কুলের ১০ম শ্রেনীর ছাত্র এবং সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শেখ আশ্রাফুল জানান, সোমবার(৭ সেপ্টেম্বর) রাতে সাইফুল বাড়ীর পাশের একটি ঘেরপাড়ে মাছ ধরতে যায়।এ সময় একটি বিষধর সাপ সাইফুলকে ছোবল মারে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।