গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ এ সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু'র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় স্বাস্থ্যবিধি মেনে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সদর উপজেলার আওতাভুক্ত ২১ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার ভিত্তিতে তরান্বিত করতে সকলের প্রতি সরকারি বিধি-বিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে সঠিক প্রকল্প প্রণয়ন ও অপচয় রোধ করে যথা সময়ে গৃহীত প্রকল্প বাস্তবায়ন করতে তাগাদা দেন। আর এ কাজে সকলের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদকে একটি ব্যান্ডিং উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।