আগামী ২২ মার্চ থেকে ৪ঠা জুন পর্যন্ত ৪ হাজার ২৭৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ ধাপে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশন সম্ভাব্য তফসিল ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুসারে কাজুলিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা পাড়া-মহল্লায় গিয়ে দোয়া ও সমর্থন আদায়ের প্রতিযোগিতায় নেমেছেন।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থীতার আগাম জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন প্রায় অর্ধশত চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীরা।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু হাসানাত দাড়িয়া দুলু, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মহম্মদ হোসেনের পুত্র গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল হাসান শাহীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. দাউদ,গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সদস্য গাউচ হোসেন দাড়িয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস (পল্টু), আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন সরদার, আওয়ামীলীগ নেতা মিলন হাওলাদার, তৈয়বুর রহমান সরদার, ইব্রাহিম শেখ, শিশির বিশ্বাস, সাবেক ছাত্র নেতা কায়কোবাদ শেখ, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মোল্লা, মো.আইউব আলী ফকির, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাওহীদুর রহমান (বাবু), সাইফুদ্দিন কাজল, ফারুক হাওলাদার, নজরুল শেখ, হেমায়েত শেখ, সেলিম শেখ, নাসিমা বেগম, কাওসার দাড়িয়া, সামিউল দাড়িয়া, আব্দুস সালাম সরদার, মৈয়র আলী সরদার, অহিদুজ্জামান সরদার ঠান্ডু, আঃ হাকিম মোল্লা, সামাদ শেখ, অজয় কুমার দত্ত, আরজ আলী শেখ নতুন, দুলাল চন্দ্র ভদ্র, অনাদী চৌধুরী, নিত্যনন্দ বালা, অমল মন্ডল, প্রসাদ মন্ডল, মিজানুর রহমান প্রিন্স, সমর চন্দ্র বিশ্বাস, মারুফ হাওলাদার, হেমায়েত শেখ, সোহাগ হাওলাদার। তবে মনোনয়ন প্রত্যাশীরা সকলেই মনোনয়ন প্রাপ্তিতে আশাবাদী এবং দল যোগ্য প্রাথীকেই মনোনয়ন দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এলাকার ভোটাররা বলেন দলীয় মনোয়ন প্রত্যাশী দলের যে কেউ হতে পারেন তবে আমাদের প্রাণপ্রিয় নেতা গোপালগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম ভাই যোগ্য মনে করে যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে নৌকা প্রতীকেই ভোট দিয়ে বিজয়ী করবো।