গোপালগঞ্জ সদরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার আওতাভুক্ত ২১ ইউনিয়ন পরিষদের মধ্যে সীমানা জটিলতা না থাকা ১৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের গেজেট প্রকাশের পর তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানার উপস্থিতিতে সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে এ শপথ বাক্য পাঠ করান।
শপথপাঠের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ নাজমুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দরা হলেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এফ. এম. মারুফ রেজা, বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, শুকতাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রানা, চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. হাদিউজ্জামান মোল্যা জাবেদ, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী মোল্লা (টুকু), পাইককান্দি ইউপি চেয়ারম্যান ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ (রিপন), উরফি ইউপি চেয়ারম্যান মনির গাজী, সাতপাড় ইউপি চেয়ারম্যান প্রনব বিশ্বাস (বাপি), সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার (অনাদি), উলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান (বাবুল), নিজড়া ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মিনা (ধলু), করপাড়া ইউপি চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান (সোনা মিয়া), কাজুলিয়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, কাঠি ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, মাঝিগাতি ইউপি চেয়ারম্যান কে. এম. হাফিজুর রহমান (মুকুল খান)।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আগামী পাঁচ বছর মেয়াদে জনপ্রতিনিধি হিসেবে স্ব—স্ব ইউনিয়নে সেবক হিসেবে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এমনটাই প্রত্যাশা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক—নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।