গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় দুই ভাই বোন নিহত।
গোপালগঞ্জ এর সদর উপজেলাধীন গোপীনাথপুর উওরপাড়া বাসস্ট্যান্ডে সামনে সড়ক দুর্ঘটনায় তাসকিয়া ৫ নিহত হন। আজ শুক্রবার দুপুর ১টা ৫০মিনিটে গোপীনাথপুর উওর পাড়া স্ট্যান্ডের পাশে একটি কভার ভ্যান অতিরিক্ত স্পিডে গাড়ি চালায়ে রং সাইডে এসে বাড়ির ভেতর ঢুকে যায় । ঘটনাস্থানে তাসকিয়া ৫ ও তার ছোট ভাই রাব্বি ৩ চাপা পড়ে যায় । কভার ভ্যানের চাপায় তাসকিয়া নিহত হয় এবং রাব্বি আহত হন।
গোপালগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে কভার ভ্যান নিচ থেকে নিহত তাসকিয়াকে বের করেন এবং আহত অবস্থায় রাব্বিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা সদর হাঁসপাতালে নিয়ে যায়। গোপালগঞ্জ সদর হাঁসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়।
নিহত তাসকিয়া ও নিহত রাব্বি গোপীনাথপুর উওর পাড়া মোঃ চাঁনমিয়া সিকদারের দুই সন্তান।