গোপালগঞ্জ শহরে চৌরঙ্গির মেড়ের লিয়া এন্টারপ্রইজের মালিককে কুপিয়ে ৫ লক্ষাধীক টাকা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের পাবলিক হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যবসায়ীকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের বেডে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী এফ এম লায়েবুজ্জামান (৩৪) জানিয়েছেন, শহরের কলেজ রোডস্থ সিকদার প্লাজায় লিয়া ইলেকট্রনিক্স নামে তার একটি শোরুম রয়েছে। মাস খানেক ধরে কয়েক যুবক তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। বুধবার রাতে শোরুম বন্ধ করে নিজ বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হলে পথে পাবলিক হল মোড়ে রেজওয়ান ও হাবিব সহ এরও ৮/১০ জন অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মাথায় ও হাতে কুপিয়ে তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেছেন, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।