গোপালগঞ্জ শহরে পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। বিগত কিছুদিন ধরে চুরি-ডাকাতি সহ অপরাধ মূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। শহরের প্রাণকেন্দ্রে মিয়াপাড়া পাওয়ার হাউজ রোড সর্বশেষ আলিয়া মাদ্রাসা রোডে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। সরোজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসা রোডস্থ, মেসার্স ফরিদ আহমেদ, রড সিমেন্ট এর দোকানে চুরি সংঘটিত হয়। মেসার্স ফরিদ আহমেদ এর স্বত্বাধিকারী, প্রেসক্লাবের সভাপতি, জনাব ফরিদ আহম্মেদ, বলেন গতকাল রাত্রে আমার দোকানে চুরি সংঘটিত হয়।
দোকানের সাঁটার কেটে ভিতরে প্রবেশ করে। দোকানের ভিতরে থাকা, স্টিলের কেবিনেট ভেঙ্গে নগদ টাকাসহ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং চোরের ব্যবহারিত, কয়েকশো চাবি সহ, ব্যাগ ফেলে যায়। এছাড়া হানিফ শিকদারের রড সিমেন্টের দোকান সহ শেখ প্লাজা, চৌরঙ্গীর উত্তর পাশে, খান পয়েন্ট ও জারা ফ্যাশনসহ, কয়েক দোকানে চুরি সংঘটিত হয়। জারা ফ্যাশন এর মালিক শেখ কামাল জানান, তার দোকানের সাঁটার কেটে, দোকানের ভিতরে প্রবেশ করে। এবং ক্যাশএ থাকা আনুমানিক দশ হাজার টাকাসহ, কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। তিনি আরো বলেন মার্কেটে সিসিটিভি ক্যামেরা থাকার কারণে, চোরের ফুটেজ সহ যাবতীয় তথ্য থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে।
বিগত কিছুদিন আগে, মিয়াপাড়ায় জনৈক মো: লিটুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা গৃহকর্তাকে বেঁধে ফেলে। ডাকাতি করার সময়, আশপাশে মানুষের উপস্থিতি টের পেয়ে, লুট করে ডাকাতরা পালিয়ে যায়। একই রাত্রে, পাওয়ার হাউজ রোডস্থ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের বাড়িতে চোর আসে। চোরের উপস্থিতি টের পেয়ে পালিত কুকুর (টমি) তাড়া খেয়ে জুতো ফেলে পালিয়ে যায়। এছাড়াও পারহাউজ রোডস্থ জি,ভিশনের পার্টনার ফজলে আনোয়ার (পিন্টুর ) বাসায় চোর আসে। চোরের উপস্থিতি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারণ হয়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, ফুটেজটি ভাইরাল হয়। গোপালগঞ্জ পৌরসভার শান্তিপ্রিয় জনগণ এ পরিস্থিতিতে প্রশাসনের আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানান।