গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটকে শেখ সেলিম এমপি’র ২ হাজার পিস মাস্ক প্রদান
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি জেলায় করোনা মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটকে মাস্ক উপহার দিয়েছেন। গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের হার পূর্বের তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে। এ জেলা সংক্রমিত এলাকার আওতাভুক্ত হওয়ায় সরকারি সিদ্ধান্তে জেলায় লকডাউন কার্যকর রয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে। মানবিক এ নেতা করোনা মহামারী বিবেচনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটকে উপহার হিসেবে ২ হাজার পিস মাস্ক পাঠিয়েছেন। বুধবার (৩০ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু পৌর শহরের নিজ কার্যালয়ে মানবিক নেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের হাতে মাস্ক ভর্তি কার্টুন তুলে দেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান নাছিমা আক্তার রুবেল, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও লতিফপুর ইউপি সদস্য মাসুদ রানা সহ রেডক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।