গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেলের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ মার্চ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শ্রদ্ধা নিবেদনের পর সমাবেশ চলাকালীন সময়ে হঠাৎ তিনি উচ্চ রক্তচাপে (হাই প্রেশার) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী ও অন্যান্য নেতৃবৃন্দ তাকে সমাধি সৌধে বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডের নিজ বাড়িতে পৌঁছে দেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা সেবা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মানবিক এই নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় তাঁর গর্ভধারিনী বৃদ্ধ "মা' ও পরিবারের অন্যান্য সদস্যরা সকলের নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল বঙ্গবন্ধুর সহচর, গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধার সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাড. আবুল হাশেম সমাদ্দারের কন্যা ও গোপালগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তির আপন সেজো বোন।