গোপালগঞ্জ পৌরসভার দরিদ্র জনগণের জন্য স্বল্পমূল্যে গৃহ নির্মাণ প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মান্নান ও গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশ চন্দ্র সরকার, পৌরসভার সচিব কেজিএম মাহমুদ, কাউন্সিলর খাজিদা বেগম, ইসমাত আরা, সাইয়েদা আক্তার, মোঃ আলিমুজ্জামান (বিটু), মোঃ নুরুল আমিন শেখ, রোমান মোল্লা, মোঃ আতিকুর রহমান পিটু, জসিম উদ্দিন খান খসরু, মোহাম্মদ নাজমুল হাসান, মোঃ শাহ নাহিদ, আল আমীন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মাহবুবুল আলম, সিটি লিয়াজো কো—অর্ডিনেটর শাহরিয়ার আলম, ফাইন্যান্স ও এডমিন মোঃ রাজিব হোসেন, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে পৌর এলাকার হতদরিদ্র ৩৩৬টি পরিবার আবাসন ব্যবস্থা নিশ্চিত হবে।
বাংলাদেশ সরকার ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনা (ইউএনডিপি) এর কারিগরি সহায়তায় গোপালগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে প্রান্তিক জনগোষ্ঠী, ছিন্নমূল, ভাসমান ও হতদরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান নিশ্চিত করে মানিকদাহ ও চরসোনাকুড় মৌজার পৌরসভার পুরাতন ডাম্পিং সেন্টারের নিজস্ব ৩.৪৫ একর জমিতে প্রায় ত্রিশ কোটি টাকা ব্যায়ে ৩৩৬টি ইউনিটে ৩৩৬টি পরিবারের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পৌর মেয়র কাজী লিয়াকত আলী।