তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের হাতিয়াড়া নামক গ্রামের আহত দেলোয়ার হোসেন মোল্লা ৫২ গতকাল মৃত্যুবরণ করেছে। তার এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিগত চার মাস আগে আহত দেলোয়ার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন। ৪ মাস আগে নিহত দেলোয়ারের গরু পার্শ্ববর্তী চাচাতো ভাইয়ের কলাগাছ খেয়ে ফেললে ঘটনার সূত্রপাত হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাই টুটুল মোল্লা তাকে মাথায় রামদা ও ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় কাশিয়ানী থানায় মামলা হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। এরপর অভিযুক্তরা আহতের চিকিৎসা সমস্ত ব্যয় ভার বহন করবে বলে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করে । গতকাল দেলোয়ার এর মৃত্যু হলে পুনরায় মামলাটিকে সচল করে নিহতের আত্মীয়রা হত্যাকাণ্ডের বিচার দাবি করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজিজুর রহমান ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতের পরিবার যাতে সুষ্ঠু বিচার পায় তার পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।