গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

মহান

 আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালে ২৬ শে মার্চ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ নামে একটি ভূখণ্ড দেশ তৈরি হয়। ২৬শে মার্চ সকাল ৭.০০ টায় গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা এবং গোপালগঞ্জ পুলিশ সুপার আয়শা সিদ্দিকা (পি পি এম বার)- বাংলাদেশের জাতীয় পতাকা উত্তলন করে।

বেলুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের মূল কার্যক্রম শুরু করেন। গোপালগঞ্জে স্বাধীনতা দিবস প্যারেডে অংশ গ্রহণ করে– বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি) ২২ব্যাটালিয়ান সদর দফতর সরকারি বঙ্গবন্ধু কলেজ ,আনসার, গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা রোভার স্কাউটস, গার্লস গাইড ও জাতীয় ব্যান্ড দল। এবং সকল শহীদের প্রতি সশস্ত্র সালাম জানিয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সমাপ্ত করে – সকল বাহিনীর প্যারেড কমান্ডারের হাতে স্বাধীনতা দিবসের পুরস্কার গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *