আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হচ্ছেন মো. আবু সিদ্দিক সিকদার।
তিনি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের একজন সহ-সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জেলা পরিষদ নির্বাচনে তার সক্রিয় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে জানান, দেশের চলমান উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ মাটি মানুষের প্রিয় নেতা, গোপালগঞ্জ -২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল হক সেলিমের দিক নির্দেশনায় গোপালগঞ্জে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সেই সাথে গোপালগঞ্জ জেলা পরিষদকে একটি আধুনিক ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি সেবক হিসেবে কাজ করে যাবেন। জেলা পরিষদ নির্বাচনে মো. আবু সিদ্দিক সিকদার সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।