আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মুহাম্মদ রুহুল আমিন।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে শেখ মুহাম্মদ রুহুল আমিনের পক্ষে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিশিষ্ট ব্যবসায়ী এ্যাড. মো. রাকিদুল ইসলাম। এসময় তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার সংগঠক শেখ মুহাম্মদ রুহুল আমিনকে জয়যুক্ত করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।