গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা নভেম্বর /২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২০ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি, জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্ব প্রাপ্ত (সাবেক সচিব) মো. শহীদ উল্লাহ খন্দকার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবিরের সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায়. গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ফেরদৌসী, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাসানুজ্জামান, ওজোপাডিকো'র নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অনাদি রঞ্জন মজুমদার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিশ কুমার দাশ, জেল সুপার মো. ওবায়দুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান মানিক, কে এম সাইফুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. মিজানুর রহমান সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার জেলায় অনাবাদি জমিতে ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে জেলায় বিভিন্ন দপ্তরে শূন্য পদে দ্রুত লোকবল নিয়োগের ব্যাপারে জোরদার আরোপ করে কমিটির সকল সদস্যদের প্রতি জেলায় চলমান উন্নয়ন কাজের ব্যায় সংকোচিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তিনি দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ বয়ে আনবে ঠিক তেমনি প্রকল্প প্রণয়ন ও তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানান।