গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ডিসেম্বর-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক মনোয়ার হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালকের প্রতিনিধি সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) বা. রফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাকিবুর রহমান, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের প্রতিনিধি উপাধ্যক্ষ অধ্যাপক ড. মহব্বত আলী, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শশাক্ঙ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি উপ-বিভাগীয় প্রকৌশলী তন্ময় কর্মকার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি উপ-বিভাগীয় প্রকৌশলী বি. এম ইছানুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার মো. রেজাউল করিম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক অনাদি রঞ্জন মজুমদার, বিএডিসি’র উপ-পরিচালক দিপঙ্কর রায়, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাশ, জেল সুপার আল মামুন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, গোপালগঞ্জ বিসিক -এর সহকারী মহাব্যবস্থাপক গৌরব দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. আশ্রাফুল হক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন, গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম কমিটির সকল সদস্যদের সাথে সমন্বয় রেখে দাপ্তরিক কাজ সম্পন্ন করার প্রতি গুরুত্বারোপ করেন এবং প্রতিমাসের তৃতীয় রোববার অনুষ্ঠিতব্য উন্নয়ন সমন্বয় সভায় প্রতিটি দপ্তরের দপ্তর প্রধানগণ অথবা তাদের মনোনীত প্রতিনিধিকে গত সভায় গৃহীত সংশ্লিষ্ট বিষয়াবলীর ওপর সম্যক ধারণা নিয়ে গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত থাকার আহবান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *