গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় দাড়িয়ে থাকা বাস পেট্রোল দিয়ে পোড়ালো দুবৃত্তরা।

টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা গ্রামের মল্লিকের মাঠ বাস স্টান্ডে গতকাল আনুমানিক রাতে ২ টার সময় এই ঘটনাটি ঘটে দাড়িয়ে থাকা গাড়িটির নাম আলিসা এন্টারপ্রাইস. রেস্টেশন নাম্বারঃ ঢাকা-জ-৪৪১৫ চেসিস নং- বি,এল,ডিÑ৩০৭৯১৫৪৮৫, আসন সংখ্যা-২৬।মালিক সমিতির ভোটার নং-১৬৮।


রাতে টুঙ্গিপাড়া থানার এস, আই, জালাল টহল রত আবস্তায় হটাৎ মল্লিকের মাঠ রাস্তার পাশে দাড়িয়ে থাকা গাড়িতে আগুন দেখে ছুটে আসে, পুলিশের গাড়ি দেখে দূবৃত্তরা পালিয়ে যায়। এ সময় গাড়িতে আগুন দেখে স্থানীয় এমাম শেখ পিতা মৃতঃ খোকা শেখ টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে গাড়িটির ভিতরের সম্পুর্ন সিট ও ইঞ্জিন পুড়ে ছাই হয়ে যায়। গাড়িটির ক্ষয় ক্ষতির পরিমান প্রয় চার লক্ষ টাকা।সংবাদ পেয়ে ঘটনা স্থলে গেলে গাড়িটির মালিক মোঃ আরিফ শেখ বলেন,অনেক দিন যাবৎ আমার বড় ভাই ফরিদ শেখ ও তার শালা ওহিদ সিংগিপাড়া নানা ভাবে হুমকী দিয়ে আসতেছিল, গত মাস খানেক আগেও আমার এই গাড়ির উপর হামলা, অগুন দেবার চেস্টা চালায়।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *