প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় নতুন ৫ জন করোনা আক্রান্ত হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় নতুন ২জন করোনা আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন বলেন, ১৬ জুন (মঙ্গলবার) তাদের নমুনা সংগ্রহ করে ফরিদপুর পাঠানো হলে আজ ১৭ জুন সন্ধ্যা ৬.৩০ মিনিটে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে কাশিয়ানী উপজেলায় নতুন করে ৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার। আক্রান্তরা কাশিয়ানী সদর উপজেলার বাসিন্দা। ১৬ জুন (মঙ্গলবার) তাদের নমুনা সংগ্রহ করে ফরিদপুর পাঠানো হলে আজ ১৭ জুন সন্ধ্যা ৬.৩০ মিনিটে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত