গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনকে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।


গোপালগঞ্জে উন্নয়ন ও নিরপেক্ষ সংবাদ প্রচারে শীর্ষক ভুমিকা রাখায়, গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনকে, একটি কম্পিউটার উপহার দিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় জেলা প্রশাসক এর কার্যালয়ে জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি, একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনির হাতে এ উপহার তুলে দেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যন্যা কর্মকর্তারাসহ গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি ফকির মিরাজ আলী শেখ, তপন পোদ্দার, যুগ্ম-সাধারন সম্পাদক মানোয়ার হোসেন রাজু ও প্রচার সম্পাদক বুলবুল সিকদার উপস্থিত ছিলেন। উপহারটি সভাপতির হাতে তুলে দিয়ে জেলা প্রশাসক বলেন- যে সকল সাংবাদিকদের ল্যাপটপ নেই তাদের কাজ করার সুযোগ করে দিতে জেলা প্রশাসক কার্যালয়ের এমন উদ্যোগ। আগামীতে আরো সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রচারে এই উপহার সহায়ক হবে। এছাড়া তিনি সাংবাদিকদের বলেন- গোপালগঞ্জের উন্নয়ন তুলে ধরাসহ সত্যি ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করতে।