গোপালগঞ্জ খাটরা সার্বজনীন কালী বাড়িতে তারক মহানামযজ্ঞ অনুষ্ঠান।।
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায়,সনাতন হিন্দু ধর্মালম্বীদের, গোপালগঞ্জ খাটরা সার্বজনীন কালীবাড়ি আয়োজিত সাত দিনব্যাপী তারক মহানামযজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান এবং “মানবতা ও ধর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন, কালিবাড়ি সভাপতি রূপক কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার (উপ সচিব) দেব প্রসাদ পাল।
বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি ডাক্তার অরুন কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্পবাণিজ্য বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী(পপা)
কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী,পৌরসভার মহিলা কাউন্সিলর খাদিজা পারভীন, শ্রীমতি কানন মজুমদার। প্রধান আলোচক ছিলেন ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার। সমাপনী বক্তব্য রাখেন কালীবাড়ির সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, নামযজ্ঞের আহবায়ক ইন্দ্রজিৎ বৈদ্য, পবিত্র মন্ডল, গোপাল চন্দ্র হীরা প্রমুখ।