গোপালগঞ্জ কাশিয়ানীতে নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও মুখে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় রামদিয়া বাজারেন মধ্য গলিতে এঅভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ টি মামলার বিপরীতে বারো হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ী, গাড়ি চালকসহ লোকজনের মধ্যে মাস্ক পরার শতর্ক করেন এবং মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।