গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নে দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ।

 আজ সকালে কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন চত্বর ও ভাটিয়াপারা শহীদ স্মৃতি সংঘ ক্লাব চত্বরে শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনসাধারনের প্রাত্যহিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষ শীতে অত্যন্ত কষ্টে জীবন অতিবাহিত করছে। এ কারণে প্রতি বছরের ন্যায় সরকারি উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই শীত কালীন সময়ে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথিন্দ্রনাথ রয়। এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিয়ানী সদর ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান জনাব মশিউর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন বিগত সময়ের ন্যায় এবারও শীত কালীন সময়ে শীতার্ত অসহায় জনগোষ্ঠীর মাঝে চারশত কম্বল বিতরণ করার সরকারি উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর যাতে সকল সরকারি সুযোগ-সুবিধা সঠিক সময়ে পেতে পারে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও কাশিয়ানী মুকসুদপুরের এমপি কর্নেল ফারুক খানের কাছে আহ্বান জানান ।
তিনি আরো বলেন বর্তমান সময়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সকলকে মাস্ক ব্যবহারে সচেষ্ট হতে হবে এবং সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী সহকারী কমিশনার ভূমি আতিকুল ইসলাম, উপজেলার পিআইও মিরান হোসেন মিয়া, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, এবং রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *