গোপালগঞ্জ কাশিয়ানীর রাজপাট ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক আহত

 গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে ভাঙ্গচুর ও পুলিশসহ একাদিক আহতের ঘটনা ঘটেছে দহিসারা বাহিরবাগ বরইহাট সুকতাগ্রাম নাটগ্রাম দুপাপাড়া ও রাজপাট গ্রামভিত্তিক এই সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে।

গত কাল রবিবার দুপুর ১২টা হতে রাজপাট ইউনিয়নের চৌরঙ্গি নামক স্থানে উভয় পক্ষের এই ভয়াবহ সংঘর্ষের শুরু এবং নিয়িন্ত্রনে আসে বিকাল ৪টায় জানা যায় সকাল ১১টার দিকে দহিসারার একঅটো ড্রাইভার যানচলাচলে বিগ্নসৃস্টি করলে উপজেলা আ”লীগের উপদেস্টা মন্ডলির সদস্য মোঃ বাশার মিয়ার সাথে বাগবিতন্ডে জড়িয়ে পড়ে।

পরবর্তিতে দহিসারার লোকজন এসে বাশারমিয়াসহ ছেলেদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে এলাকায় এলাকায় খবর পৌছালে অঞ্চল ভিত্তিক জনগোষ্ঠি দেশিয় অস্র ঢাল সড়কি দা ট্যাটা নিয়ে দফায় দফায় গন্ডগোলে জড়িয়ে পড়ে। খবর পেয়ে রামদিয়া ফাড়ি পুলিশ ও কাশিয়ানী থানা পুলিশ বারবার সংঘর্ষ নিয়ন্ত্রনের চেষ্টা করে।অতঃপর দাঙ্গাপুলিশের টিয়ারসেলে অবস্থা নিয়ন্ত্রনে আসে।

 

ইতোমধ্যে এই সংঘর্ষে উভয় পক্ষের ২০/২৫জন আহত হন সাথে একাদিক পুলিশসহ অফিসার ইনচার্জ আজিজুর রহমান আহত হয়ে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরো জানা গেছে যে ঘটনা স্থলে থানা কর্মকর্তা আজিজুর রহমান পৌছায় সংঘর্ষ নিয়ন্ত্রনের চেস্টা করলে কতিপয় উচ্ছৃঙ্খল জনবলের হাতে তিনি লাঞ্চিত হন। রাজপাট পক্ষের ফয়সালের(৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা রত আছেন বলে জানা গেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *