জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী এহসানুল হক। বৃহস্পতিবার (২৭ মে) জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। নির্বাহী প্রকৌশলী এহসানুল হক ছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন পর্যায়ের আরও ১৩ ক্যাটাগরিতে ১৩ জন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২-২০২১ -এর জন্য মনোনীত হয়েছেন। চৌকস ও সৃষ্টিশীল এহসানুল হককে কাজের স্বীকৃতি দেওয়ায় অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।