গোপালগঞ্জে ৭২ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বেদগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেনসিডিল সহ ফিরোজ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ফিরোজ হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার বাসিন্দা। দেশের সীমান্তবর্তী এলাকা হতে গোপালগঞ্জ শহরে ফেন্সিডিল সরবরাহ করার উদ্দেশ্যে সে বেদগ্রামে অবস্থান করতে ছিলো বলে জানায় পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলম এ বিষয়ে আমাদের প্রতিনিধিকে জানান, গোপালগঞ্জকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *