গোপালগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ


গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কাশিয়ানী উপজেলার মাজরা পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল কাশেম খানের ছেলে মো. আবুল বাশার খান (৩০) এবং একই গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে মো. আরাফাত হোসেন (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. আবুল বাশার খান এর নিকট থেকে ৪ কেজি এবং আরাফাত হোসেনের নিকট থেকে ২ কেজি সহ মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান।