গোপালগঞ্জে ৫ দফা দাবি বাস-ট্রাক মালিক ও শ্রমিকদের

দফা
 গাড়ি চলাচল, আর্থিক সহায়তাসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস-ট্রাক মালিক ও শ্রমিকেরা। জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
শুক্রবার বেলা ১২টায় জেলা শহরের বেদগ্রাম বাস টার্মিনালের সামনে ঢাকা-খুলনা সহাসড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে।
মানববন্ধন চলাকালে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মো. বুলবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, শমিক নেতা সরু মোল্যা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আল আমিন মোল্যা, সাধারণ সম্পাদক মিচু কাজী বক্তব্য রাখেন।
পরে মানববন্ধন শেষে ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তাদের দাবিগুলো হল- সড়ক মহাসড়কে বাস-ট্রাক চলাচল, শ্রমিকদের ১০ টাকা মূল্যের চাল দেয়া, এক বছরের ট্যাক্স মওকুফ, ঈদ বোনাস ও আর্থিক সহায়তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *