গোপালগঞ্জে ৫ কেজি গাঁজা সহ জাহাঙ্গীর মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

গোপালগঞ্জে ৫ কেজি গাঁজা সহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ এর একটি চৌকস দল সদর থানার আরুয়া কংসুর নামক এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আরুয়া কংসুর এলাকায় আলমগীর মোল্লার বসত ঘরের পশ্চিম পাশের বারান্দায় মাদকদ্রব্য বিক্রয় ও লেনদেন করাকালীন সময়ে
ওই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মোল্লা (২৫) কে ০৫ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করে। স্থানীয়ভাবে জানাযায় উল্লেখিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম। তিনি গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় গোপালগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশ একেরপর এক অভিযান পরিচালনা করে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *