গোপালগঞ্জে ৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের মিয়াপাড়ায় মেরী স্টোপ ক্লিনিকে এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান।
এসময় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, প্যানেল মেয়র মো. নাজমুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক ডা. সাকিবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট দীপক রঞ্জন সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
৪ দিনব্যাপী চলমান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গোপালগঞ্জ জেলায় স্থায়ী/ অস্থায়ী সহ মোট ১৭০৫টি কেন্দ্র থেকে ৬ মাস হতে ১১ মাস বয়সী ২৪,২৯৫ জন শিশুকে ১টি করে নীল রঙের (১লক্ষ আই.ইউ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস (১–৫ বছর) বয়সী ১,৫৩,০৭১ জন শিশুকে ১টি করে লাল রঙের (২লক্ষ আই.ইউ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মূলত দেশের সকল শিশুকে রাতকানা রোগের হাত থেকে সুরক্ষা দিতে দেশের স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় দেশ জুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলমান এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।