গোপালগঞ্জে ১৪০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান।।

গোপালগঞ্জে ১৪০ জন মুক্তিযোদ্ধাকে সম্মননা দিয়েছে শেখ মণি স্মৃতি পরিষদ। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে স্বাধীনতার ৫০ বছর ও মুুিজব শতবর্ষ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা এ সম্মননার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতি অনুষ্ঠিত সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াসুর রহমান ও বিমেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের সম্পাদক সিকদার নুর মোহাম্মদ দুলু, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মণি স্মৃতি পরিষদের জেলা সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান গাজী তুষার আহমেদ বাঘা, বীর মুক্তিযোদ্ধ ফিরোজ খান, লিয়াকত হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ আলাউদ্দীন তালুকদার, অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ মোল্লা ওহিদুজ্জামান, মুশফিকুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ১০ জন মুক্তিযোদ্ধাকে মরনোত্তর এবং অপর ১৩০ জন মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *