প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২১, ৬:০৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১২৩ জন এতিম শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ
গোপালগঞ্জ জেলার অন্তর্গত জামেয়া ইসলামিয়া কাজুলিয়া মাদরাসা মাঠে বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গত ২৯ নভেম্বর সকাল ১০ টায় কাজুলিয়া মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারী এতিমখানার পক্ষ থেকে ১২৩ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে কাজুলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন - মাওলানা ফারুক হোসাইন, ক্বারী ইমদাদুল হোক, শিক্ষা সচিব মুফতি আবুল হাসান, আবাসিক ব্যবস্থাপক মাওলানা জোবায়ের আহমাদ,এতিমখানার সদস্য মাওলানা আবু মুসা সহ আরো অনেকে।
এতিমখানার সম্পাদক মাওলানা আবু জাফর বলেন- আমাদের মাদরাসায় প্রায় ৭ " শ শিক্ষার্থী , যার মধ্যে ১৮০ জন এতিম শিক্ষার্থী রয়েছে, এতিম শিক্ষার্থীদের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে সহায়তা পাই তা আমরা ১২৩ জনের মাঝে সহায়তা দিতে পারি। সবাই যাতে এই সহায়তা পেতে পারে " মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার দাবি জানাই।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত